Archive for জানুয়ারি, 2012

জানুয়ারি 23, 2012

সীমান্তের ঘটনা নিয়ে রাষ্ট্র চিন্তিত নয় :আশরাফকে ধিক্কার ফখরুলের আর কিছু মন্তব্য


স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সীমান্তে যা কিছু ঘটছে তা নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়। সব কাজ ফেলে রেখে শুধু এদিকে দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে বলেও  আমার সুরকার মনে করে না।এ সম্পরকে কিছু বলা ঠিক হবেনা কারণ এই ত মাত্র কিছু দিণ আগে মাননীয় প্রধান মন্ত্রীকে তার  ডঃপদক উপাধী দিয়েছেন শুধু চুপ থাকার জন্য।


নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এ কথা বলেন।
রাজধানীর আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব লোকাল গভর্নমেন্ট মিলনায়তনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘সীমান্তে যা কিছু ঘটছে তার সঙ্গে বহু বিষয় জড়িত। এগুলো রাষ্ট্রীয় বিচারযোগ্য কোনো বিষয় নয়। দুই দেশের পক্ষ থেকেই চোরাকারবারি, মাদক পাচার ও গরু চুরি হচ্ছে,আমি ও তার থেকে চাদা পাই । প্রতিনিয়ত ঘটনাগুলো ঘটছে,ঘটবে । এসব অতীতে ঘটেছে, এখনো ঘটছে এবং ভবিষ্যতেও ঘটবে। এগুলো নিয়ে রাষ্ট্র খুব বেশি চিন্তিত নয়।’

read more »

জানুয়ারি 13, 2012

পদক নিয়ে করিডোর দিলেন


 অতীতে পদক না দেয়ার কারণে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে

রাস্তাঘাটের অবস্থা যাই হওক না কেন আমাকে যতটা পদক আর ডকটর দেয়া হবে ততটা করিডোর আপনাদের জন্য করে দেয়া হবে বলে উপরাষ্টপতি কে কানে কেনে বলেছেন বাংলাদেশের প্রধান উজির শেখ হাসিনা।

উজিরে আজম শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও ভারতের জনগণের ভাগ্য প্রতিবেশী দেশ দুটির পারস্পরিক বহুমুখী সম্পর্কের মধ্যে নিহিত রয়েছে। উজিরে আজম আজ বৃহস্পতিবার তাঁর সম্মানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের দেওয়া এক নাগরিক সংবর্ধনায় এ কথা বলেন।
উজিরে আজম বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও বলতে হচ্ছে, পদক না দেয়ার কারণে অতীতে বারবার এই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তিনি বলেন, তাঁর সরকার ও জনগণ ভারতের সঙ্গে পারস্পরিক কল্যাণকর সম্পর্ক স্থাপনে অঙ্গীকারবদ্ধ।
শেখ হাসিনা বলেন, ‘অতীতকে পিছনে ফেলে আমরা যদি একসঙ্গে কাজ করি, তাহলে অবশ্যই দুই দেশের জনগণের ভাগ্যোন্নয়নে সামনে এগিয়ে যেতে পারব বলে আমি বিশ্বাস করি।’ ত্রিপুরার জনগণ আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যত্ রচনায় এই উদ্যোগকে সমর্থন করবে বলেই বিশ্বাস ব্যক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে আবহমান কাল থেকে বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। ‘১৯৭১ সালে বাংলাদেশের জনগণকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ত্রিপুরাবাসী এই বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।’
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণের ভবিষ্যত্ও একই সূত্রে গাঁথা। তিনি বলেন, ‘উভয় দেশের জনগণের আর্থসামাজিক উন্নয়ন ও অগ্রগতির দিকে নজর দিতে হবে এবং আমাদের সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর জন্য দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করতে হবে।’
ত্রিপুরার ব্যবসায়ী ও শিল্পমালিকদের বাংলাদেশ সফরের আহ্বান জানিয়ে উজিরে আজম বলেন, বাংলাদেশে বিনিয়োগের চমত্কার পরিবেশ বিরাজ করছে। তিনি বলেন, বাংলাদেশ ও ভারত উভয়ই দুই দেশের জনগণের মধ্যে মানবিক সম্পর্ক স্থাপনের ওপর গুরুত্ব আরোপ করছে।

read more »

জানুয়ারি 13, 2012

Yahoo এবং Cox Digital Solutions মিলে তৈরী হচ্ছে বিশাল political বিজ্ঞাপন সংস্থা


আমি ড়াইনী নই, আমি তোমার বউ

Cox Digital Solutions ঘোষনা দিয়েছে তারা ইয়াহুর সাথে বিশাল political বিজ্ঞাপন সংস্থা তৈরী করবেন । ২০১২ তে মার্কিন ইলেকশন এর জন্য তারা উভয়ে একমত হয়েছেন।

জানুয়ারি 11, 2012

দাপট বেড়ে গেছে বিদ্যা বালানের


বলিউডের সর্বত্র এখন আলোচনায় উঠে এসেছেন বিদ্যা বালান। বিশেষ করে ‌ ‘ডার্টি পিকচার’ ছবিটি ব্যবসা সফল হওয়ায় বেড়ে গেছে তার দাপট। অবশ্য এটাও ঠিক যে, পুরো ছবিটি তিনি একাই টেনে নিয়ে গেছেন। বিদ্যার পাশে অন্যরা ছিলেন এ ছবিতে ম্লান।

সম্প্রতি মিডিয়ার কাছে ‌ ‘ডার্টি পিকচার’-ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা প্রসংগে মতবিনিময় করেন বিদ্যা বালান। ছবিতে নিজের অভিনয়ের প্রতিই তিনি গুরত্ব দিয়েছেন, অন্যদের অভিনয় করার সুযোগ দেননি।এ রকম একটি সমালোচনার জবাবে তিনি বলেন, অবশ্যই অমি একজন খুব স্বার্থপর ও লোভী অভিনেত্রী। আমি অন্যদের অভিনয়ের প্রতি দৃষ্টি না দিয়ে সবসময় নিজের চরিত্রটিকেই ভালোভাবে ফুটিয়ে তুলতে চাই। কারণ অন্যদের অভিনয় দেখার দায়িত্ব পরিচালকের, ওটা আমার কাজ নয়। শুধু স্বার্থপর নই, আমি খুবই লোভী অভিনেত্রী। আমি বিভিন্ন ধরনের চলচ্চিত্র ও চরিত্রে অভিনয় করতে চাই। নিজেকে কোনো নির্দিষ্ট গণ্ডি বা সীমার মধ্যে আমি আটকে রাখতে রাজি নই। স্ক্রিপটি শুধু নারীকেন্দ্রিক হলেই যে তাতে আমি কাজ করবো এধরণের কোনো চিন্তা-ভাবনা নেই। চলচ্চিত্রটি ভাল হলে এবং এতে আমার চরিত্রটি মনমতো হলে আমি অবশ্যই তাতে অভিনয় করবো।

read more »

ট্যাগ সমুহঃ