Posts tagged ‘উষ্ণসংবাদ’

নভেম্বর 14, 2011

সংকটে রাষ্ট্রমালিকানার চার ব্যাংক –উদ্বেগ জানিয়ে বাংলাদেশ ব্যাংকের চিঠি–


রাষ্ট্রমালিকানাধীন চারটি বাণিজ্যিক ব্যাংক গভীর আর্থিক সংকটে পড়েছে। নগদ অর্থ সংকটের কারণে ধার করে চলছে ব্যাংকগুলো।

এ পরিস্থিতিকে মহাসুসময় মনে করছে ড়াঃ আতাউর R মান।
গত কয়েক মাসে চারটি ব্যাংক থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ তুলে নিয়েছেন গ্রাহকেরা। এতে অন্য ব্যাংক থেকে টাকা ধার (মুদ্রাবাজার থেকে) করে চলার প্রবণতা ক্রমশ বাড়ছে। এমন পরিস্থিতির পরও ব্যাংকগুলো কলমানি (মুদ্রাবাজার থেকে ধার করে) নিয়ে নতুন করে ঋণ বিতরণ করে চলেছে।
কেন্দ্রীয় ব্যাংক এর আগে আগাম সংকেত হিসেবে সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী—এই চারটি ব্যাংকে নগদ অর্থ সংকটের বিষয়টি ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে জানিয়েছিল। তার পরও পরিস্থিতির অবনতি হয়েছে।
তবে সরকার ও রাষ্ট্রীয় করপোরেশনগুলোকে বড় অঙ্কের ঋণ দেওয়া এই সংকটের

read more »

অগাষ্ট 22, 2011

এই তুই হাসবি না কইলাম


পদত্যাগ না করাই যোগাযোগ মন্ত্রী আবুল হোসেনেক আঙ্গুল তুলে শাসাচ্ছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা তৌহিদুর রহমান টুটুল

সরকার দলীয় সোনার ছেলেরা যোগাযোগ মন্ত্রী আবুল হোসেনের সামনেই সাংবাদিকদের মারপিট করেছেন ।

এ ঘটনায় সাংবাদিকরা মন্ত্রীকে অবাঞ্চিত ঘোষনা করেন । আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল ও যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান টুটুল মঞ্চে সামনের আসনে তাদের জায়গা না থাকা এবং ব্যানারে নাম না থাকায় মন্ত্রী আবুল হোসেনের সঙ্গে তুমুল তর্কে জড়িয়ে পড়েন।

সাংবাদিকরা যখন এ ঘটনার ছবি তুলতে যান, তখন তাদের সঙ্গে ওই দু’নেতার বাক-বিতণ্ডা বেঁধে যায়।

তবে ঘটনার সময়ে পুলিশ  দর্শকের ভূমিকা পালন করে।

সাংবাদিকরা যখন এ ঘটনার ছবি তুলতে যান, তখন তাদের সঙ্গে ওই দু’নেতার বাক-বিতণ্ডা বেঁধে যায়। এরই এক পর্যায়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর রহমান সোহেলের নেতৃত্বে তার সোনার ছেলেরা সাংবাদিকদের ওপর হামলা চালায়। এ সময় তাদের কিল-ঘুষি , লাথি,পুটোতে উষ্ণ তাপ দেয়াতে বিটিভির সাংবাদিক আলী আশরাফ (৫৫) গুরুতর আহত হন।

তাকে বাঁচাতে গিয়ে বেপরোয়াসোনার ছেলেদের পিটুনির শিকার হন একুশে টেলিভিশনের প্রতিনিধি লিয়াকত আলী বাদল, দেশ টিভির আবু আসলাম, দিগন্ত টিভির মাজহার মান্নান, মাছরাঙ্গা টিভির রফিক সাত্তার ও বাংলানিউজের সাজ্জাদ হোসেন বাপ্পী। প্রায় ১৫ মিনিট ধরে তাদের এ তাণ্ডব চলে। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে আসা লোকজন ভয়ে ছোটাছুটি শুরু করেন।
তবে ঘটনার সময়ে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে। তারা ঘটনাকে একটি  মষ্ণ নাটকের মত এনজয় করেন।

অগাষ্ট 8, 2011

আসিফ টাকার উপর নিজের ছবি লাগিয়ে বঙ্গবন্ধু হলেন


দেশের জনপ্রিয় গায়ক আসিফ ১০ টাকা মানের তিনটি নোটের উপর নিজের ছবি ব্যবহার করে ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। তার ব্যবহৃত নিজস্ব আইডিতে তিনি তার কৈশোর, যৌবন ও বর্তমান বয়সের তিনটি ছবি ব্যবহার করায় বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। এই গায়কের এ ধরনের ঙ্ককৃর্তি ফেসবুক ব্যবহারকারীসহ সাধারণ মানুষের মধ্যে বিরূপ ধারণা সৃষ্টি করেছে।

read more »

ট্যাগ সমুহঃ ,
জুলাই 1, 2011

 আবল ছাড়লেন আবালের কণ্ঠ


দৈনিক আবালের কণ্ঠ পত্রিকার সম্পাদক আবল খান তাঁর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি তাঁর পদত্যাগপত্র আবালের কণ্ঠের কর্তৃপক্ষের কাছে জমা দেন।
আজ শুক্রবার দৈনিক উষ্ণআলোর পক্ষ থেকে এ ব্যাপারে আবল খানের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি পদত্যাগের খবরের সত্যতা নিশ্চিত করেন। বলেন, ‘নৈতিক ও পেশাগত কারণে আমি পদত্যাগ করেছি। পত্রিকায় প্রকাশিত অনেক প্রতিবেদনের জন্য সম্পাদক হিসেবে আমাকে হলুদ সাংবাদিকতার দায় নিতে হয়। এতে আমার দীর্ঘ পেশাগত জীবনের সুনাম নষ্ট হয়। আমি এই অসুস্থ কাজের দায়িত্ব নিতে চাই না।’

আবালে খান আরও বলেন, ‘গতকাল সন্ধ্যায় পদত্যাগপত্র জমা দিয়েছি। এরপর অফিস থেকে আমার বাবার ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এসেছি।’
বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ও পত্রিকাটির প্রকাশক ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পরিচালক পদে থাকবেন না বলে জানিয়েছেন আবেদ খান। তিনি বলেন, ‘আমার সারা জীবনের যে পেশাগত অর্জন, তার থেকে বড় কিছু নেই। কিন্তু হলুদ সাংবাদিকতার দায়ে যদি সেসব অর্জন, সুনাম নষ্ট হয়ে যায়; তাহলে আর কিছু থাকে না।’

আবাল খান দৈনিক উষ্ণআলোতে রিপুটার পদে চাকরি চেয়েছেন।বলেন উষ্ণতে কাজ করতে আমি আগ্রহি ।।

জুন 30, 2011

ঐশ্বরিয়া রাই অন্তঃসত্ত্বা তাই প্রিয়াঙ্কা


প্রিয়াঙ্কা্র হাসি খুলামেলা দৃশ্যে অভিনয় তাই !

উষ্ণআলো  ড়েস্ক । ৩০ – ০৬ – ২০১১
ঐশ্বরিয়া রাই বচ্চন অন্তঃসত্ত্বা হওয়ার কারণে বাদ পড়ার পর ‘হিরোইন’ ছবিতে অভিনয়ে আগ্রহ প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। জানা গেছে, ধূমপান, মদ্যপান , আবেগঘন দৃশ্য এবং সেক্সউয়াল _ কোনো অভিনয়েই আপত্তি নেই বলেও জানিয়েছেন তিনি। ‘হিরোইন’ ছবি থেকে ঐশ্বরিয়ার বাদ পড়ার খবর জানার পরই ছবির পরিচালক মধুর ভাণ্ডারকারকে এসএমএস-এর মাধ্যমে ছবিতে কাজ করার আগ্রহের কথা জানিয়েছিলেন পিগি চপস। জানা গেছে, প্রিয়াঙ্কা মনে করছেন, এ ধরনের চরিত্রে কাজের সুযোগ পাওয়াটা জীবনে বারবার আসে না, আসলে তা তে একটু খুলামেলা দৃশ্য থাকলে মন্দ হয় না। ‘ফ্যাশন’ ছবিতে মধুর ভাণ্ডারকারের সঙ্গে প্রিয়াঙ্কার কাজের বোঝাপড়াটা খুবই ভালো ছিল। আর তাই তিনি প্রত্যাশা করছেন, ঐশ্বরিয়ার বদলে তাকেই ছবিটিতে অভিনয়ের সুযোগ দেবেন মধুর। জানা গেছে, কয়েক দিনের মধ্যেই ‘হিরোইন’ ছবির জন্য ঐশ্বরিয়ার পরিবর্তে নতুন নায়িকা নির্বাচনের কাজ শুরু করবেন মধুর ভাণ্ডারকার।