এপ্রিল 30, 2012

জাতীয়তাবাদী শক্তির ‘কমপ্লান বয়’ মীর্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে কোথায় আছেন, এ ব্যাপারে বিএনপি নীরব। আজ সোমবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে দলের পক্ষে করা সংবাদ ব্রিফিংয়ে মির্জা ফখরুলের অবস্থান সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের কিছু বলা হয়নি।
সংবাদ ব্রিফিং করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, সচিবালয়ে ককটেল বিস্ফোরণ এবং তেজগাঁওয়ে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলাগুলো রাজনৈতিক প্রতিহিংসাবশত, উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও ভিত্তিহীন। হামলা-মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও তিনি উল্লেখ করেন।
উপস্থিত সাংবাদিকেরা মওদুদ আহমেদের কাছে মির্জা ফখরুলের অবস্থান জানতে চাইলে তিনি বলেন জাতীয়তাবাদী শক্তির ‘কমপ্লান বয়’ মির্জা ফখরুল সাহেব কিছুটা শক্তি পেতে কমপ্লান খেতে বেংককে গেছেন সাথে মাসাজজ করবেন বলেও জানান মওদুদ ।
বেগম খালেদা জিয়া বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক উদ্যমী পুরুষ। তিনি নিয়মিত লনডন ও বেংককে গিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির খেদমত করে আসেন। তিনি আমাদের কমপ্লান বয়।
Posted in রাজনীতি |
Leave a Comment »
এপ্রিল 24, 2012

সব সময় না। পারস্পরিক বোঝাপড়া ভাল থাকলে তখন ঠিক আছে। কাজের ক্ষেত্রে পারিবারিক সাপোর্ট না পাওয়ার সম্ভাবনা থাকলে বিয়ে না করাই ভাল। কারণ বিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা সামাজিক দায়িত্ববোধ। বিবাহিত জীবনকে সঠিকভাবে সময় দেওয়া উচিত। আমি নিজে যখন খেয়াল করলাম আমার জীবনে কাজের প্রাধান্য বেশি, তখন নিজে থেকেই গুটিয়ে গেছি। সংসার জীবনকে কিছুতেই অবহেলা করতে চাইনি বলেই বিয়ে করা হয় নি।
read more »
Posted in বিনোদন |
Leave a Comment »
এপ্রিল 23, 2012
হানিফদের মত রাজনিতিবিদরা রাজনিতিতে আসায় মন্ত্রিত্ব, সংসদের সদস্য পদ ও অভিমানে রাজনিতি থেকে তিনি একেবারে সরে দাঁড়াবে বলে জানিয়েছেন তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) আবু কাউসার উষ্ণআলো অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্ত্রিত্ব ছাড়ার পর এবার জাতীয় সংসদের সদস্য পদ থেকেও পদত্যাগ করার ইচ্ছা পোষণ করে পত্র পাঠিয়েছেন গাজীপুর-৪ আসনের সাংসদ তানজিম আহমেদ সোহেল তাজ। তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) আবু কাউসার আজ সোমবার উষ্ণআলো অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আবু কাউসার বলেন, তিনি সোহেল তাজের পদত্যাগপত্রটি সকাল ১০টা ২৫ মিনিটে জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে নিয়ে যান। ওই কার্যালয়ের মোহাম্মদ শামীম নামের একজন কর্মকর্তা পদত্যাগপত্রটি রেখেছেন। এ সময় স্পিকার কার্যালয়ে ছিলেন না।
স্পিকারকে উদ্দেশ করে লেখা পদত্যাগপত্রে সোহেল তাজ বলেন, ‘মহোদয়, আসসালামু আলাইকুম। আমার নির্বাচনী এলাকা ১৯৭, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭(২) ধারা মোতাবেক আপনার নিকট আমার পদত্যাগ পত্র পেশ করলাম। ধন্যবাদান্তে, তানজিম আহমদ (সোহেল তাজ)।’
ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, ‘আমি শুনেছি তিনি (সোহেল তাজ) পদত্যাগপত্র পাঠিয়েছেন। তবে চিঠিটি এখনো স্পিকারের হাতে পৌঁছায়নি।’
সোহেল তাজ ২০০৮ সালের নির্বাচনে গাজীপুর-৪ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পরও ব্যক্তিগত হিসাবে জমা হওয়া বেতন-ভাতা ফেরত নিতে ১৭ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেন তিনি। এর আগে ২০০৯ সালের ৩১ মে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।
Posted in রাজনীতি |
Leave a Comment »
এপ্রিল 17, 2012

মাঠে খেলা দেখছেন সানিয়া
read more »
Posted in খে্লাধুলা, বিনোদন |
1 Comment »
এপ্রিল 13, 2012

প্রথম দিন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন, ফারুককে ব্ল্যাকমেইল ও হাইজ্যাক করার জন্য গাড়িচালক পিলখানায় ঢুকে পড়ে। কিন্তু তিন দিন পর তিনি বললেন, এটা একটি ঐক্যবদ্ধ গোষ্ঠীর তৎপরতা। এই গোষ্ঠী ৪০ বছরের সুবিধাভোগী আমলা, রাজনীতিক ও ঠিকাদার।
read more »
Posted in রাজনীতি, সম্পাদক |
3 Comments »