Posts tagged ‘নির্বাচন’

নভেম্বর 3, 2011

পাঞ্জাবি খুলে জিনসের প্যান্ট পরে নামব


সবকিছু পুটো করতে  সময় লাগবে না

নির্বাচনে কেউ জিতলে পরবর্তী তিন দিন তাঁর মাথা গরম থাকে। যারা হুমকি দেবে, তাদের প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে আমি সিস্টেম করে দিয়ে আসব । এই কাজটা আমি খুব ভালো পারি। পাঞ্জাবি খুলে জিনসের প্যান্ট পরে নামব।

ক্ষমতায় এখনো আওয়ামী লীগ আছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী। সব কিছু ওলট-পালট করে দিতে আমার বেশি সময় লাগবে না।

বিষিষ্ট ক্যাড়ার শামীম ওসমান আরও বলেন, বিগত সংসদ নির্বাচনে সিটি করপোরেশন এলাকায় বিএনপি-জামায়াত ভোট পেয়েছিল এক লাখ ১১ হাজার। এখন গ্যাস, বিদ্যুত্সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে বিএনপি-জামায়াতের ভোট আরও বাড়ার কথা।

সিটি নির্বাচনে বিএনপি-জামায়াতের ভোট কার বাক্সে পড়েছে। যেসব ভোটকেন্দ্রে ইভিএম ছিল, সেখানে ৮০ থেকে ৯০ শতাংশ ভোট পড়েছে।

নভেম্বর 2, 2011

বাপের বেটিকে একসঙ্গে কাজ করার আহ্বান


নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গণভবনে মেডেল দেয়া হচ্ছে । মন্ত্রী বললেন, ‘বাপের বেটি’

read more »

অক্টোবর 31, 2011

‘ওগুলো (প্রমাণ) আমি ওজু করতে গিয়ে মধ্য পুকুরে সব হারিয়ে ফেলেছি।’


উষ্ণআলো  । খবর

সঠিক তথ্যের অভাবে এসব অভিযোগ করে ফেলেছি .  নির্বাচনের আগে ও পরে যেসব অভিযোগ করেছি সেগুলো আপাতত প্রত্যাহার করে নিচ্ছি।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত মেয়র পদপ্রার্থী শামীম ওসমান বলেছেন, এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।

আজ সোমবার বেলা সোয়া তিনটার দিকে নারায়ণগঞ্জে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, ‘আইভীকে অভিনন্দন জানাই। ইতিমধ্যে তাঁকে ফুলের তোড়া পাঠিয়েছি। আমার কোনো সহায়তা চাইলে দিতে প্রস্তুত আছি।’
নির্বাচনে কারচুপি হয়েছে বলে গতকাল শামীম ওসমান অভিযোগ করেছিলেন।

কারচুপির প্রমাণ সম্পর্কে   তিনি উষ্ণআলোকে  বলেন, ‘ওগুলো (প্রমাণ) আমি ওজু করতে গিয়ে মধ্য পুকুরে সব হারিয়ে ফেলেছি।’

তিনি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয় রাজনৈতিক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব।’
শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জের উন্নয়নে আমারও কিছু স্বপ্ন ও পরিকল্পনা ছিল। আমি তাঁকে সব ধরনের সহযোগিতা করব।’ তিনি বলেন, ‘আমি আশা করেছিলাম জয়ের পরে  আইভী আমার কাছে আসবে।’

read more »

অক্টোবর 31, 2011

জয়ী আইভী নাসিক নির্বাচনে :শামীমের কান্না : ভোট পেয়েছেন ১,৮০,৯৮টি, শামীম ওসমান পেয়েছেন ৭৮,৭০৫ ভোট


জয়ী আইভী নাসিক নির্বাচনে : ভোট পেয়েছেন ১,৮০,৯৮টি, শামীম ওসমান পেয়েছেন ৭৮,৭০৫ ভোট

অবশেষে ১৯৭৪ সালের নির্বাচনেরই পুনরাবৃত্তি হতে চলেছে। সেলিনা হায়াত্ আইভী অবশ্য তেমনটাই প্রত্যাশা করেছিলেন। সেই আশায় তিনি দলীয় সমর্থন না পেয়েও দৃঢ় প্রত্যয় নিয়ে সাধারণ মানুষের ওপর ভরসা রেখে নির্বাচনী মাঠে নেমেছিলেন। তাঁর সেই আশা পূরণ হচ্ছে। দোর্দণ্ড প্রতিপক্ষ শামীম ওসমানকে বিপুল ব্যবধানে পরাজিত করে তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হতে চলেছেন।
১৯৭৪ সালে প্রথমবারের মতো নারায়ণগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আইভীর বাবা জনপ্রিয় শ্রমিক নেতা আলী আহাম্মেদ চুনকা ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থন চেয়েছিলেন। কিন্তু দলটি সমর্থন দিয়েছিল আরেক চেয়ারম্যান প্রার্থীকে। দলের সমর্থনই যে সবকিছু নয়, জনগণ ব্যালটের মাধ্যমে তা প্রমাণ করে দিয়েছিলেন। ওই নির্বাচনে আলী আহাম্মেদ চুনকার জয় ইতিহাস তৈরি করেছিল।
৩৭ বছর পর অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে এবার সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি হতে চলেছে। আর সেই ইতিহাস গড়তে যাচ্ছেন আহম্মেদ চুনকারই মেয়ে সেলিনা হায়াত্ আইভী। আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত আইভীও দলের সমর্থন চেয়েছিলেন। কিন্তু দল সমর্থন দেয় আওয়ামী লীগের স্থানীয় নেতা ও বিতর্কিত সাবেক সাংসদ শামীম ওসমানকে। দলের সিদ্ধান্তে মোটেই বিচলিত কিংবা হতাশ হননি আইভী। নির্বাচনী প্রচারকালে জনগণের উদ্দেশে দেওয়া বক্তৃতা এবং গণমাধ্যমে দেওয়া বিবৃতিগুলো থেকে তাঁর সেই অবিচল মনোভাব স্পষ্ট হয়ে ওঠে।

read more »

ট্যাগ সমুহঃ
জুলাই 16, 2011

বিএনপিতে ফিরছেন কর্নেল অলি! ‘সরকার নিজেই সকল বিরোধী দলকে ঐক্যবদ্ধ হতে বাধ্য করছে’


বিএনপির প্রভাবশালী নেতা ড.কর্নেল অলি আহমদ বীর বিক্রম

আবার আপন ঘরে ফিরছেন একসময়ের বিএনপির প্রভাবশালী নেতা ড.কর্নেল অলি আহমদ বীর বিক্রম। বর্তমানে এই নেতা ব্যাংকক থেকে গতকালের বিএনপির গণঅনশনে পূর্ণ সমর্থন জানালেও দেশে ফিরে বিএনপিতে ফেরার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।

চট্টগ্রামের চন্দনাইশের এই প্রবীণ রাজনৈতিক বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করলেও গতকাল বুধবার ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির গণঅনশন কর্মসূচিতে তিনি একাত্মতা প্রকাশ করতে তাঁর দলের সিনিয়র নেতাদের বিএনপির অনশন কর্মসূচিতে পাঠিয়েছেন।

সরকার বিরোধী কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে আবার বিএনপিতে ফিরে যাচ্ছেন কিনা জানতে চাইলে ব্যাংকক থেকে ড. কর্নেল (অবঃ) অলি আহমদ দৈনিক উষ্ণআলোকে জানান-এটা সময়ের ব্যাপার। সময়ই বলে দেবে। আমি আগামীকাল দেশে ফিরে আসার পর সিদ্ধান্ত হবে। আমরা তো গণতান্ত্রিক দল, সবার সাথে বসে দিসীশান নিতে হবে। আমি একা কিছু করবো না।

বিএনপির কোন নেতা যোগাযোগ করেছে কিনা জানতে চাইলে তিনি বলেন-তিনদিন আগে আমার সাথে বিএনপির এক সিনিয়র নেতার কথা হয়েছিল। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করবো।

এ ব্যাপারে এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম জানান-দলের প্রেসিডেন্টের সাথে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সাদেক হোসেন খোকা কথা বলেছেন। তারা কথা বলার পর আমাদেরকে গতকালের অনশনে যেতে বলেছেন। আমরা বেশ কয়েকজন সিনিয়র নেতা অনশনে গিয়েছি। বিএনপি চেয়ারপার্সনের সাথে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।

এদিকে ব্যাংকক থেকে কর্নেল অলি আহমদ আরো জানান-সরকার নিজেই দেশের সকল বিরোধী দলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বাধ্য করছে। এই সরকারের শত্রু এই সরকার নিজেই। এই মুহূর্তে আমাদের আর বসে থাকার উপায় নেই। সরকার বিরোধী তিনটি ইস্যুতে বিএনপির সাথে আমাদের মিল রয়েছে-বিরোধী দলের চীফ হুইপ জয়নাল আবদীন ফারুকের ওপর পুলিশের হামলা, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল এবং হরতালে মোবাইল কোর্ট নামানোর ব্যাপারে।

বর্তমান সরকারকে সমর্থন দেয়ার পর আবার সরকার বিরোধী আন্দোলন কেন জানতে চাইলে কর্নেল অলি জানান-বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর সাথে নির্বাচনের আগে আমার বৈঠক হয়েছিল। তারা আমাদেরকে কয়েকটি সিট ছেড়ে দেবে বলেছিল। কিন্তু দেয় নি।

তাছাড়া সংসদ এলাকায় একজন এমপিকে পুলিশ যেভাবে লাঠি পেটা করেছে তা সারা পৃথিবীর কাছে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করেছে। এই লাঠি পেটা শুধু ফারুককে করা হয় নি,  আমাকে ও করা হয়েছে ,সকল নির্বাচিত সাংসদকে করা হয়েছে।

সরকারি দলের একজন এমপি হত্যা করে ধরা ছুয়ার বাইরে আর বিরুধী দলের ফারুককে  পুলিশ যেভাবে লাঠি পেটা করেছে আর তারকে মামলা দেয়া হয়েছে ।

বিএনপির গণঅনশনে সংহতি জানিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে সরকার বিরোধী আন্দোলনে থাকার ঘোষণা দেওয়ার পর দেশের রাজনৈতিক অঙ্গনে আবার নতুন মেরুকরণ শুরু হয়েছে। এলডিপির শীর্ষ নেতারাও আশাবাদী তারা আবার পুরনো ঘরে ফিরবেন। এটি এখন সময়ের ব্যাপার। যে কোন সময় এই চমক ঘটতে পারে।

বলার অপেক্কা রাখে না  ঃ  ২০০৬ সালের অক্টোবরে ক্ষমতা হস্তান্তরের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অলি আহমেদের নেতৃত্বে রেদোয়ান আহমেদ, আলমগীর কবির, জাহানারা বেগমসহ ১২ জন সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করে এলডিপি গঠন করেন।