Posts tagged ‘তত্ত্বাবধায়ক_সরকার’

জুন 18, 2011

স্বরাষ্ট্রমন্ত্রী এতো বেশি জানেন যে বিয়ে করারই সময় পাননি: ব্যা. রফিক


উষ্ণআলো পরিবেশক | তারিখ: ১9-০৬-২০১১

বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অনেক সিনিয়র আইনজীবী! তার কাছে অনেক কিছু শেখার আছে। তিনি এতো বেশি জানেন যে বিয়ে করারই সময় পাননি।
স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে উষ্ণআলো কে তিনি এ কথা বলেন। রোববার সাংবাদিকদের ব্যারিস্টার রফিক-উল হক বলেছিলেন, সংবিধানে নাগরিকের মৌলিক অধিকার পালনের সুযোগ দেয়া হয়েছে। কাউকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে দণ্ড দেয়াটা সম্পূর্ণভাবে অবৈধ ও অসাংবিধানিক। তিনি বলেন, নির্বাহি বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হওয়ার পর এ ধরনের শাস্তি দেয়ার কোনো এখতিয়ার তাদের নেই। এছাড়া সেনা আইনেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ রয়েছে। এমন মন্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী রফিক-উল হকের প্রতি আহবান জানিয়ে  বলেছেন, আইনের সঠিক ব্যাখ্যা জেনে মোবাইল কোর্টে সাজার বৈধতা নিয়ে মন্তব্য করুন।
স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের পর ব্যারিস্টার রফিক-উল হক আরো বলেন, অনেক সময় নিম্ন আদালতে সাজা দেয়ার পর উচ্চ আদালতে তা বাতিল হয়ে যায়। একজন আইনজীবী হিসেবে আমি যে বক্তব্য দিয়েছি তা আইন অনুযায়ী দিয়েছি। উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) উনার মতো করে বক্তব্য দিয়েছেন। হয়তো তিনি তার জায়গায় ঠিকই আছেন!

জুন 14, 2011

খাল কেটে কুমির আনবেন না: প্রধানমন্ত্রী


উষ্ণ রিপোর্টার । ১৫-০৬-০০০০ ২০ ১১

প্রধানমন্ত্রী শেখ তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে কোনো প্রস্তাব থাকলে তা জাতীয় সংসদে উপস্থাপনের জন্যে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা নির্বাচিত প্রতিনিধিরা আলোচনা করে সমস্যার সমাধান করব। কিন্তু খাল কেটে কুমির আসার সুযোগ করে দেবেন না।’

প্রধানমন্ত্রী  শেখ বলেন, ‘তিনটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে। দেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন। সর্বোচ্চ আদালত যা অবৈধ ঘোষণা করেছেন, তাকে আমরা বৈধ করতে পারি না।’