Archive for সেপ্টেম্বর, 2012

সেপ্টেম্বর 7, 2012

খোলা প্রেম কঙ্গনার


নিয়মিতই খোলামেলা ডেটিং করে আসছেন তারা। এদিকে নিকোলাস এখনও অবস্থান করছেন ভারতে। শুটিং বাদে বাকি সময়টা নিকোলাসকেই দিচ্ছেন কঙ্গনা। তাদের এমন খোলামেলা প্রেম বেশ আলোচিত হচ্ছে বলিউড পাড়ায়। জানা গেছে নিকোলাস তাদের এই সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যেতে চান। অর্থাৎ খুব শিগগিরই কঙ্গনাকে বিয়ে করে সংসার করতে চান। কিন্তু সহসাই বিয়ে করতে রাজি নন কঙ্গনা। নিজের ক্যারিয়ারের দিকেই নজর দিতে চান এখন।

read more »

ট্যাগ সমুহঃ