Archive for জানুয়ারি, 2011

জানুয়ারি 10, 2011

রবীন্দ্র-গান: – আকাশ হতে আকাশ-পথে হাজার স্রোতে


আকাশ হতে আকাশ-পথে হাজার স্রোতে
           ঝরছে জগৎ ঝরনাধারার মতো॥
           আমার   শরীর মনের অধীর ধারা সাথে সাথে বইছে অবিরত॥
           দুই প্রবাহের ঘাতে ঘাতে   উঠতেছে গান দিনে রাতে,
           সেই   গানে গানে আমার প্রাণে ঢেউ লেগেছে কত।
           আমার  হৃদয়তটে চূর্ণ সে গান ছড়ায় শত শত।
           ওই   আকাশ-ডোবা ধরার দোলায় দুলি অবিরত॥
           এই   নৃত্য-পাগল ব্যাকুলতা বিশ্বপরানে
           নিত্য আমায় জাগিয়ে রাখে, শান্তি না মানে।
           চিরদিনের কান্নাহাসি   উঠছে ভেসে রাশি রাশি–
           এ-সব   দেখতেছে কোন্‌ নিদ্রাহারা নয়ন অবনত।
           ওগো,    সেই নয়নে নয়ন আমার হোক-না নিমেষহত–
           ওই      আকাশ-ভরা দেখার সাথে দেখব অবিরত॥

ট্যাগ সমুহঃ
জানুয়ারি 10, 2011

রবীন্দ্র-গান: -আলো আমার, আলো ওগো, আলো ভুবন-ভরা


   আলো আমার, আলো ওগো, আলো ভুবন-ভরা,
            আলো নয়ন-ধোওয়া  আমার, আলো হৃদয়-হরা॥
                  নাচে আলো নাচে, ও ভাই, আমার প্রাণের কাছে–
                  বাজে আলো বাজে, ও ভাই, হৃদয়বীণার মাঝে–
                  জাগে আকাশ, ছোটে বাতাস, হাসে সকল ধরা॥
            আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি।
            আলোর ঢেউয়ে উঠল নেচে মল্লিকা মালতী।
                  মেঘে মেঘে সোনা, ও ভাই, যায় না মানিক গোনা–
                  পাতায় পাতায় হাসি, ও ভাই, পুলক রাশি রাশি–
                  সুরনদীর  কূল  ডুবেছে সুধা-নিঝর-ঝরা॥

ট্যাগ সমুহঃ ,