Archive for মে, 2011

মে 30, 2011

আকর্ষণীয় প্যাকেজের নামে গ্রামীণফোনের ডিজিটাল প্রতারণা


নাম পরিবর্তন আসতে পারে image সংকট এড়াতে (প্রস্তাবিত নাম)

দৈনিক উষ্ণআলো । ৩০ – ০৫ – ২০১১

দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন কোম্পানী গ্রামীণফোন সম্প্রতি গ্রাহকদের জন্য লোভনীয় তিনটি প্যাকেজের ঘোষণা দিয়ে ডিজিটাল প্রতারণার আশ্রয় নিয়েছে। বিজ্ঞাপনে উল্লেখ না করলেও প্রতিটি প্যাকেজে প্রথম মিনিটে অতিরিক্ত চার্জ নিচ্ছে গ্রামীণফোন। এতে করে ডিজিটাল প্রতারণার মাধ্যমে গ্রাহকদের থেকে টাকা আদায় করছে গ্রামীণফোন। বিভিন্ন মিডিয়ায় প্রচারিত খবরে ও গ্রামীণফোনের সূত্রে জানাগেছে, তিনটি প্যাকেজের মধ্যে গ্রামীণফোন গ্রাহকরা যে কোন একটিতে তাদের নাম্বারটি মাইগ্রেশন করতে পারবে। এতে প্রচার করা হয়, যারা অধিকাংশ সময়ে গ্রামীণফোনসহ অন্য অপারেটরে কথা বলেন তাদের জন্য রয়েছে ‘সহজ’ প্যাকেজ। এতে রাত-দিন ২৪ ঘন্টা যে কোন মোবাইলে প্রতিমিনিট ৭৯ পয়সায় কথা বলতে পারবেন। আর যে সকল গ্রাহক সাধারণত জিপি-জিপিতে কথা বলেন তাদের জন্য ‘আপন’ প্যাকেজ।

এতে সকাল ৮টা-দুপুর ১২টা ও বিকাল ৪টা থেকে-রাত ১২টা জিপি-জিপি ১.২৫ টাকা/মিনিট, অন্য অপারেটরে ১.৪৯ টাকা/মিনিট এবং দুপুর ১২টা-বিকাল ৪টা জিপি-জিপি ০.৪৯ টাকা/মিনিট, অন্য অপারেটরে ১.৪৯ টাকা/মিনিটি ও রাত ১২টা-সকাল ৮টা জিপি-জিপি ০.৪৯ টাকা/মিনিট, অন্য অপারেটরে ০.৯৯ টাকা/মিনিটি। এ প্যাকেজে তিনটি এফএনএফ নাম্বারে ০.৪৯ টাকা/মিনিটে কথা বলা যাবে। এছাড়া যারা সব সময় বন্ধু ও প্রিয়জনদের সাথে বেশি কথা বলেন তাদের জন্য ‘বন্ধু’ প্যাকেজ ঘোষণা করা হয়। এতে রাত-দিন ২৪ ঘন্টা যে কোন অপারেটরে ০.৯৯ টাকা/মিনিট কথা বলা যাবে। এ প্যাকেজে ৭টি এফএনএফ অপশন রয়েছে।

কিন্তু গ্রামীণফোনের চটকদার বিজ্ঞাপনের কোথাও না বলে শুধু হ্যান্ডবিলে ছোট্ট করে লিখে প্রথম মিনিটে অতিরিক্ত চার্জ কর্তন করা হচ্ছে। এরমধ্যে আপন ও ডিজুজ এ প্রথম মিনিটে ৯ পয়সা এবং বন্ধু ও সহজ প্যাকেজে প্রথম মিনিটে অতিরিক্ত ৩০ পয়সা চার্জ নিচ্ছে। ফলে সহজ প্যাকেজে ৭৯ পয়সার স্থলে প্রথম মিনিটে কাটছে ১.০৯ টাকা। তাছাড়া এ টাকা ১৫ শতাংশ ভ্যাটসহ ১.২৬ টাকা/মিনিট নিচ্ছে গ্রামীণফোন। গ্রামীণফোন ব্যবহারকারীদের অনেকেই দৈনিক উষ্ণআলোকে জানান, গ্রামীণফোন সুক্ষভাবে ডিজিটাল প্রতারণার আশ্রয় নিয়েছে। তারা গ্রাহকদেরকে বিজ্ঞাপনে ৭৯ পয়সা প্রতিমিনিটে কথা বলার লোভ দেখিয়ে প্রথম মিনিটে নিচ্ছে ১.০৯ টাকা। তাছাড়া টানা আধাঘন্টা কথা বললেও ঘোষিত মূল্যের বেশি খরচ হয়। তারা জানান, মোবাইল ব্যবহারকারীরা প্রয়োজনীয় কথা ১-২ মিনিটের বেশি সময় লাগে না। আর এ প্যাকেজ ঘোষণার পর থেকে এক-দুই মিনিট পর পর লাইনও কেটে যাচ্ছে। এ ব্যাপারে কথা বলার জন্য গ্রামীণফোনের কাষ্টমার কেয়ারে ফোন করা হলে একজন জানান, বিজ্ঞাপনে সবকিছু উল্লেখ রয়েছে।

(উষ্ণআলোঃ /অধিক সাস কেহতি হে  /আলো/উষ্ণ/১৯.২৬ ঘ.)

মে 29, 2011

এবার অর্থমন্ত্রীকে পদত্যাগ করতে বললেন এফবিসিসিআই সভাপতি একে আজাদ


দৈনিক উষ্ণআলো । ২৯ – ০৫ – ২০১১
পুঁজিবাজারে স্বাভাবিক অবস্থা ফেরাতে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনে আরো দুই সদস্য নিয়োগ দেয়াসহ ৩ দফা সুপারিশ করেছে এফবিসিসিআই।

পুঁজিবাজার স্বাভাবিক করতে ৩ দফা সুপারিশ গুলো হল …

  • অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে পদত্যাগ করতে  হবে
  • দরবেশ বাবার কাছ থেকে পাওয়া মাল আবারো পুঁজিবাজারে বিনিয়োগ করা
  • ২৭টি ব্যাংক ও ১৪টি আর্থিক প্রতিষ্ঠান পুঁজিবাজার থেকে আনুমানিক ৬ হাজার কোটি টাকা মুনাফা করেছে। বিপুল পরিমাণ মুনাফা তুলে নেয়া এসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে আবারো পুঁজিবাজারে বিনিয়োগে ফেরাতে উদ্যোগ নেয়া জরুরি

একে আজাদ

এফবিসিসিআই সভাপতি বলেন, উচ্চ সুদের হার ও তারল্য সংকট বিনিয়োগ ও ব্যবসায় প্রবল প্রতিবন্ধকতা সৃস্টি করছে। এতে নতুন দেশি-বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। অবস্থার উন্নয়ন করা না গেলে সার্বিক অর্থনীতি স্থবির হয়ে পড়তে পারে বলে জানান ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের প্রধান। তিনি বলেন, অর্থনীতির স্বার্থে সুদের হার নির্ধারণ ও নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। একইসঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর আমানত ও ঋণ সুদের হারের ব্যবধান কমিয়ে ৩ শতাংশ করারও আহ্বান জানান একে আজাদ।

তিনি বলেন বাংলাদেশ বাংকের গভর্নর পদত্যাগ করেছেন !   এ খবরে আজকে মার্কেট খুব চাঈা।

আমারা আশা করছি অর্থমন্ত্রী আমাদের কথা শ্রবণ করবেন এবং রাখবেন ।

মে 28, 2011

বিশাল জনসভা যোগ দিন


মে 27, 2011

বির্তকিত ব্যক্তিদের নাম প্রকাশ


যাদের নিয়ে এত র্তক তারাই আজ বির্তকিত প্রাণ যুক্ত মানুষ। তাদের মধ্যে যার নাম প্রথমে রয়েছে তিনি আর আর কেউ নন আমাদের বিছারপ্রতি (আঃ)ওকিল খাইরুল হক।অন্যদের নাম না বলে তাদের কাম দেখি …

শ্রধেয় বির্তকিত ব্যক্তিদয় মহোদয় গ্ণ এই তালিকায় আরও অনেক র্তকিতরা থাকতে পারে । দয়াকরে নাম পাঠান নিচে

মে 26, 2011

সংবিধান, সংসদ ও গণতন্ত্র হুমকির কাছাকাচি: মওদুদ


আবাল আহমদ । মে ২৬,২০১১

সংবিধান, সংসদ ও গণতন্ত্র হুমকিতে পডাই তার হাসি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সদ্য জাপা পদত্যাগ কারী সুবীধাবাদ রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বর্তমান সরকারের দুর্নীতি ও সমন্বয়হীনতার কারণে সংবিধান, সংসদ ও গণতন্ত্র হুমকির মুখে পড়েছে। তিনি বলেন, বর্তমান সরকারের পায়ের নিচের মাটি মাথার উপর উঠেছে । এ সময় যদি নির্বাচন দেয়া হয় তবে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারে। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) আয়োজনে জিয়াউর রহমানের কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার মওদুদ বলেন, যতই তাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি,সুবীধাবাদী চলবে ততই তাদের জনপ্রিয়তা কমার আসা করি।
জিসাসের সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী, জিসাসের সদস্য সচিব অভিনেত্রী রিনা খান প্রমুখ তার মহামুলাবান ভাষন কানে ডুকান।