Posts tagged ‘মওদুদ’

মে 26, 2011

সংবিধান, সংসদ ও গণতন্ত্র হুমকির কাছাকাচি: মওদুদ


আবাল আহমদ । মে ২৬,২০১১

সংবিধান, সংসদ ও গণতন্ত্র হুমকিতে পডাই তার হাসি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সদ্য জাপা পদত্যাগ কারী সুবীধাবাদ রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বর্তমান সরকারের দুর্নীতি ও সমন্বয়হীনতার কারণে সংবিধান, সংসদ ও গণতন্ত্র হুমকির মুখে পড়েছে। তিনি বলেন, বর্তমান সরকারের পায়ের নিচের মাটি মাথার উপর উঠেছে । এ সময় যদি নির্বাচন দেয়া হয় তবে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারে। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) আয়োজনে জিয়াউর রহমানের কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার মওদুদ বলেন, যতই তাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি,সুবীধাবাদী চলবে ততই তাদের জনপ্রিয়তা কমার আসা করি।
জিসাসের সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী, জিসাসের সদস্য সচিব অভিনেত্রী রিনা খান প্রমুখ তার মহামুলাবান ভাষন কানে ডুকান।