ডিসেম্বর 12, 2011
দৈনিক উষ্ণআলো |সোমবার, ১২ ডিসেম্বর ২০১১
তখন তার বয়স ছিল মাত্র ১৬। অমিতাভ বচ্চনের সঙ্গে ‘নিঃশব্দ’ ছবিতে অভিনয়ের মধ্যে দিয়ে বলিউডে পা রেখেছিলেন জিয়া খান। সেই বয়সেই ব্যাপক খোলামেলা পোশাকে অভিনয় করে আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করেছিলেন তিনি।
‘নিঃশব্দ’ ছবির মাধ্যমেই মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা হিসেবে খ্যাত আমির খানের নজরে চলে আসেন জিয়া। যার ফলশ্রুতিতে সুযোগ পান ‘গজনী’র মতো সুপারহিট ছবিতে অভিনয়ের। এরপর বেশ ক’জন অভিনেতার বিপরীতেই অভিনয় করেছেন তিনি। এবার নতুন একটি ছবিতে সম্পূর্ণ শরীর প্রদর্শননির্ভর একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
মূলত এ সময়ের তরুণ-তরুণীদের মানসিক ও শারীরিক সম্পর্কের বিভিন্ন দিক বিভিন্নভাবে তুলে ধরা হবে এই ছবির কাহিনীতে। ছবিটি পরিচালনা করছেন অনুরাগ বাসু। এ ছবিতে জিয়া খানের ব্যাপক যৌন আবেদনের বিষয়টিকেও বেশ ভালভাবে ফুটিয়ে তোলা হবে, সে কারণে পরিবর্তন আসছে জিয়ার হেয়ার স্টাইল, মেকওভার থেকে শুরু করে পোশাক-আশাকের ধরনসহ প্রতিটি ক্ষেত্রে।
এ ছবির জন্য ইতিমধ্যেই আরও ২ কেজি ওজন কমিয়েছেন জিয়া, যার ফলে তার শারীরিক যৌন আরও বেড়েছে বলেই বলছেন সবাই। আর এ ছবির জন্য যৌনটাকেই মুখ্য হিসেবে ধরা হচ্ছে। ছবিটিতে অভিনয় বিষয়ে জিয়া খান বলেন, ছবিতে যথারীতি হট জিয়া খানকেই দর্শকরা দেখতে পাবেন। উপভোগের পাশাপাশি ছবিটি তরুণদের জন্য একটি মেসেজও বহন করবে। সব মিলিয়ে কমপ্লিট একটি প্যাকেজের ছবি হচ্ছে এটি। সবারই ভাল লাগবে আশা করি।
read more »
Posted in Uncategorized |
Leave a Comment »
নভেম্বর 3, 2011
সবকিছু পুটো করতে সময় লাগবে না

নির্বাচনে কেউ জিতলে পরবর্তী তিন দিন তাঁর মাথা গরম থাকে। যারা হুমকি দেবে, তাদের প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে আমি সিস্টেম করে দিয়ে আসব । এই কাজটা আমি খুব ভালো পারি। পাঞ্জাবি খুলে জিনসের প্যান্ট পরে নামব।
ক্ষমতায় এখনো আওয়ামী লীগ আছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী। সব কিছু ওলট-পালট করে দিতে আমার বেশি সময় লাগবে না।
বিষিষ্ট ক্যাড়ার শামীম ওসমান আরও বলেন, বিগত সংসদ নির্বাচনে সিটি করপোরেশন এলাকায় বিএনপি-জামায়াত ভোট পেয়েছিল এক লাখ ১১ হাজার। এখন গ্যাস, বিদ্যুত্সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে বিএনপি-জামায়াতের ভোট আরও বাড়ার কথা।
সিটি নির্বাচনে বিএনপি-জামায়াতের ভোট কার বাক্সে পড়েছে। যেসব ভোটকেন্দ্রে ইভিএম ছিল, সেখানে ৮০ থেকে ৯০ শতাংশ ভোট পড়েছে।
Posted in রাজনীতি, সংবাদ |
2 Comments »
নভেম্বর 2, 2011
Posted in সংবাদ |
Leave a Comment »
অক্টোবর 8, 2011
Posted in অজানা |
1 Comment »
অগাষ্ট 16, 2011
বাংলাদেশে বয়স ১৮ হওয়ার আগেই যৌন অভিজ্ঞতা হচ্ছে ৫০ শতাংশ শহুরে তরুণের।
এছাড়া প্রায় ৮০ শতাংশ তরুণ পরোক্ষভাবে প্ররোচিত হয়ে পুটো কর্মে লিপ্ত হচ্ছেন। এদের এক-তৃতীয়াংশ আবার লিপ্ত হচ্ছেন দলগত যৌনকর্মে বাকীরা পুটোতে। অধিকাংশ ক্ষেত্রেই তাদের যৌনসঙ্গীহচ্ছেন পেশাদারযৌনকর্মী।কিন্তু এসব তরুণের অর্ধেকই যৌনকর্মে একদমই নিরোধ ব্যবহার করছেন না। বাকীরাও নিরোধ ব্যবহারে অনিয়মিত। তাই তাদের মধ্যে এইডস ঝুঁকি বাড়ছে। আইসিডিডিআরবি পরিচালিত সাম্প্রতিক এক গবেষণা জরিপ থেকে এ তথ্য জানা গেছে।
পেশাদার যৌনকর্মীর ও পুটোর স্বাদ নেন এমন এক হাজার তরুণের ওপর এ জরিপ চালানো হয়।
এদিকে এমন অনিরাপদ যৌনকর্মের মাধ্যমে ৫২ শতাংশ এইডস ছড়ায় বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
জাতীয় এইডস কর্মসূচি সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে বাণিজ্যিকভাবে শক্তিশালী পুটো ব্যবসা গড়ে উঠেছে। আর তরুণরাই বেশি এইডস ঝুঁকিতে রয়েছে।
তরুণদের এইডস ঝুঁকি সম্পর্কে জানতে চাইলে জাতীয় এইডস/এসটিডি কর্মসূচির পরিচালক অধ্যাপক মো. ওয়াদুদ
দৈনিক উষ্ণআলোকে বলেন, যৌন আচরণে পরিবর্তন হওয়ার কারণে তরুণের মধ্যে এইডস ঝুঁকি বাড়ছে। বিশেষ করে ঢাকাসহ শহরাঞ্চলের তরুণদের মধ্যেই এইডস ছড়াচ্ছে বেশি।
তিনি বলেন, তরুণ সমাজকে এই ঝুঁকি থেকে রক্ষা করতে আমরা বিশেষ সচেতনামূলক কর্মসূচি হাতে নিচ্ছি। এতে তরুণদের জন্য কাউন্সেলিং থাকবে কিভাবে টেষ্ট নিতে হয়।
সংশ্লিষ্ট সূত্রমতে, পেশাদার যৌনকর্মীর কাছে যেতে অভ্যস্ত হয়ে পড়া তরুণের প্রায় ৭৯ শতাংশই এইডস সম্পর্কে সচেতন নন। পুটোর মিলনের পর পুটাঙ্গ পরিষ্কার করলে এইডস হওয়ার সম্ভাবনা থাকে না বলেও মনে করেন তারা।
পুটোকর্মে লিপ্ত হতে এসব তরুণের ৮০ শতাংশ যাচ্ছেন আবাসিক হোটেলে। আর ২০ শতাংশ অপেশাদার যৌনকর্মীর কাছে যাচ্ছেন।
আর জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ তরুণ হওয়ায় দেশের বৃহৎ ও নিভর্রশীল এই জনগোষ্ঠী ব্যাপক ঝুঁকিতে মধ্যে আছে।
সংশ্লিষ্টরা বলছেন, এখনই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। না হলে বড় ক্ষতির আশঙ্কা রয়েছে।
জরিপ অনুযায়ী, তরুণদের অধিকাংশ যৌন চাহিদা মেটাতে যৌনকর্মীর কাছে যাচ্ছেন। সব ধরণের যৌন আচরণ করছেন।
গবেষণায় দেখা যায়, এসব তরুণের প্রায় ২০ শতাংশের মধ্যে যৌনবাহিত ইনফেকশনের লক্ষণ দেখা যায়। তবে এদের মাত্র ১৫ শতাংশ চিকিৎসকের কাছে যান।
ঢাকার ৯টি আবাসিক হোটেলে আইসিডিডিআরবি পরিচালিত জরিপটিতে আরো দেখা গেছে, তরুণের দুই তৃতীয়াংশ স্কুল ও কলেজ পড়য়া। তারা যৌনকর্মে প্ররোচিত হন বন্ধু বা বন্ধুস্থানীয় কাউকে দিয়ে। প্রায় ৮০ শতাংশ তরুণ পরোক্ষভাবে প্ররোচিত হয়ে যৌন কর্মে লিপ্ত জন। আবার অনেকে পর্ন সিডি দেখে যৌন কর্মে উৎসাহিত হন। এদের অনেকের বয়স ১১ থেকে ১৪ বছর।
এছাড়া বিবাহিতরাও পুটোকর্মীর কাছে যাচ্ছেন বলে দেখা গেছে গবেষণা জরিপে।
Posted in অজানা, বয়স ১৮ |
1 Comment »