গবেষণার বরাত দিয়ে বুধবার ভারতের হিন্দি অনলাইন পত্রিকা ‘আজতাক’-এর এক প্রতিবেদনে বলা হয়, নারী-পুরুষ প্রত্যেকেই নিজেকে সুন্দর হিসেবে উপস্থাপন করতে চায়। বিশেষ করে মহিলারা তাদের সৌন্দর্য নিয়ে যথেষ্ট সজাগ। কিন্তু তরুণীদের মনে রাখতে হবে, ফিগারের চেয়ে মুক্তার মতো উজ্জ্বল দাঁত পুরুষকে বেশি আকৃষ্ট করে।
গবেষণায় দেখা যায়, পুরুষ কোনো মহিলার মধ্যে প্রথম যে বস্তুটি লক্ষ্য করে তা হলো দাঁত। গবেষণায় আরো উঠে এসেছে, কোনো মহিলা নতুন বন্ধু খোঁজার ক্ষেত্রেও সুন্দর দাঁতের গুরুত্ব দিয়ে থাকে।
গবেষণায় অংশগ্রহণকারী ৫৮ জন পুরুষ জানান, তারা মহিলাদের দাঁতের ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দেন। তারপর আসে অন্য বিষয়। একইভাবে গবেষণায় অংশ নেয়া ৭১ শতাংশ মহিলা বলেছেন, তারা পুরুষের যে জিনিসটি আগে দেখেন তা হচ্ছে দাঁত।
মন্তব্য করুন