যুক্তরাজ্য থেকে সাহায্য পেতে হলে সমকামিতার বৈধতা দিতে হবে


ক্যামেরনের মতো একজন প্রধানমন্ত্রী যখন বলেন, যুক্তরাজ্য থেকে সাহায্য পেতে হলে সমকামিতার বৈধতা দিতে হবে, তখন তা নিকৃষ্ট শয়তানি ছাড়া আর কিছুই নয়.

কমনওয়েলথ সম্মেলন শেষে ক্যামেরন বলেছিলেন, যেসব দেশ যুক্তরাজ্যের সাহায্য নিয়েছে, তাদের সমকামীদের অধিকারসহ অন্যান্য মানবাধিকারের প্রতি সম্মান জানানো উচিত|

মুগাবে সব সময়ই সমকামিতার বিরুদ্ধে তাঁর অবস্থান তুলে ধরেছেন। সর্বশেষ ভাষণে সমকামীদের শাস্তি দেওয়ারও হুমকি দিয়েছেন তিনি। তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘সমকামিতায় জড়ানো যাবে না। তোমরা বয়সে ছোট। তোমরা এই পথে পা বাড়ালে আমরা তোমাদের শাস্তি দেব।’
জিম্বাবুয়ের প্রেসিডেন্ট আরও বলেন, ‘প্রকৃতিতে এটা ঘৃণ্য। কীটপতঙ্গের কাছেও এটা ঘৃণিত। এ কারণে আমি বলে আসছি, তারা (সমকামী) শূকর ও কুকুরের চেয়েও খারাপ।

সমকামীদের অধিকারের প্রতি যেসব দেশ সম্মান দেখায় না, সেসব দেশকে সাহায্য না করার পরিকল্পনা করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এ কারণে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ক্যামেরনকে ‘শয়তান’ বলে উল্লেখ করেছেন।

ট্যাগ সমুহঃ

এখানে আপনার মন্তব্য রেখে যান