বাংলাদেশ বাংকের গভর্নর পদত্যাগ করেছেন !


বিনিয়োগকারীদের বুডো আগুল দেখাচ্ছেন

ডিএসইর সাধারণ মূল্যসূচক ২০০ পয়েন্টের মতো পড়ে গেলে বিভিন্ন ব্রোকারেজ হাউস থেকে বের হয়ে বিনিয়োগকারীরা ডিএসইর সামনে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল শুরু করেন। এ সময় তাঁরা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ও ডিএসইর সভাপতির পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে মতিঝিল শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

বিনিয়োগকারীরা  বলেন আপনারা যদি আতিশত্তর পদত্যাগ  করেন তাহলে গণধোলাই থেকে রেহাই পাবেন ।

তাদের আশ্বাসের উপর আস্তা  রেখে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান পদত্যাগ  করেন। তার এপিএস এর মাধ্যমে তিনি পদত্যাগ  পত্র পাঠান মাল বিষয়ক মন্ত্রী মাল  মুহিত কাছে।

এ দিকে বিভিন্ন মহল থেকে শুনা যাচ্ছে মাল  মুহিত   উযিরে আজম ডাঃ শেখ হাসিনা দেশে ফিরলে তার এপিএস এর মাধ্যমে তিনি পদত্যাগ  পত্র পাঠাতে পারে ।

2 টি মন্তব্য to “বাংলাদেশ বাংকের গভর্নর পদত্যাগ করেছেন !”

  1. ECONOMICS AR TERO TA BAJI A ABOSESE PODOTEG !!!!! TAR BICHAR HOWA UCHIT…………………

  2. he is great maa soda man in BD Bank History

ushnoalo এর জন্য একটি উত্তর রাখুন জবাব বাতিল